কুয়াশা নামছে ধীরে দীঘল আঁচল জুড়ে হে আমার বিপন্ন অব্যয়
কংকাল ন্যাড়া ডালপালা যেন বাহু মেলে চেয়ে আছে আকাশের পানে
নিবেদিত বনতলে হলুদ পাতার কি বা গ্রীস কি বা ট্রয় l
"এবার এসেছে শান্তি?" মহাপ্রস্থানে
প্রেতচ্ছায়া মৌনস্বরে বলে কানে কানে ছিলো এখানেও স্নেহনীড় মিতালী কূজন
কুয়াশা নামছে ধীরে শিশিরের বেশে যেন কান্নার মতোন l