আমার কবিতা,-তাই আমি মজলুম l
আমার কবিতা,-হ্যা হ্যা,তুমিই জালিম l
তুমি রক্ত চুষে খাও l মজলুমের ঘুম
কেড়ে নাও l আমি দেখি,লিখি অতঃকিম l


আমাকে মানো না তুমি? তুমি তো কাফের l
মেনে নিলে প্রিয় সখা, দেখতে পেতে চোখে  
আমার অস্থিত্ব টানে বঞ্চনার জের l
আমি সাদা,তুমি কালো l খায় ভালো লোকে l


কিছু কথা ব্যক্ত করে স্মৃতির কোলাজ l
কিছু বিতর্কিত কথা অব্যক্ত স্বরে l
সত্যি মিথ্যে শব্দ নয় l বলে শুধু কাজ,
দিন রাত্রি স্থায়ী নয় l চক্রাকারে ঘোরে l


আমার কবিতা,-নয় অকথ্য কথন,
জানি না কবিতা লোকে দেখবে কীভাবে l
যদি হয় উপেক্ষিত বাকী দৃষ্টিকোণ
বিতর্কিত স্বর কিন্তু বহুদূর যাবে l