প্রেয়সী কবিতা কাগজে কলমে নীতিকথাদের ঢল
অথচ বাতাসে নড়েনি কখনো কোনো ধর্মের কল,
জর্জ ফ্লয়েডের শেষ নিঃশ্বাসে ভালোবাসা অম্লান
সহজে আসেনি,সহজে আসেনা পাথর ভাঙ্গার গান l


এখনো সময় খুঁজে ফেরে কোনো অথৈ নদীর কূল
তামাদি শ্রমের গাঁয়ে ব্যাবিলন ফোঁটায় সর্ষেফুল l
সর্ষেফুলের নৈবেদ্য না,দেবতা ভক্ত চান
শত সহস্র চোখে বেঁচে থাক দিন বদলের গান l


দেখ প্রিয়তমা পেট যেন এক জলন্ত ফার্নেস
পরিযায়ী পথে হেঁটে চলে কোনো সব পেয়েছির দেশ,
সহজে আসেনি,সহজে আসেনা একটা বব ডিলান
সহজে আসেনি,সহজে আসেনা পাথর ভাঙ্গার গান l