কত মানবিক কত আধুনিক তোমাদের এ শহর
আলোকিত দেশ,খোলা পরিবেশ,চেতনার পরিসর
ব্রাত্য জীবন, নীরবে কখন আপন করলো পর
ডাকল না পিছু মাথা করে নীচু ছাড়তেই হল ঘর l
চেনা পরিধির বাইরে শরীর ভ্রমর লুঠলো সুখ
বহিঃর্বিশ্ব থেকে অদৃশ্য দেখে গেল কৌতুক,
হল চেনাশোনা দুনিয়াকে জানা,কাটল চোখের ঘোর
দূর বহুদূর মিঠে রোদ্দুর এল না নতুন ভোর,
তোমাদের ঘরে যুগ যুগ ধরে আশীষ কুড়াল ফুল
ঘর-সংসার হল সব্বার,এ জীবনে ভাবা ভুল,
জটিল অঙ্কে ভরা কলঙ্কে দিন গত পাপক্ষয়
জীবনসঙ্গী দৃষ্টিভঙ্গি বাঁকা যন্ত্রণাময় l
তোমার শহর অষ্টপ্রহর করল বহিষ্কার
যেচে ভালোবেসে ফিরে ফিরে এসে জুটল অস্বীকার,
ভেবেছ পুত্র প্রানের সূত্র কন্যারা দুঃশলা
তোমার রাজ্য করেনি গ্রাহ্য আমি যে বৃহন্নলা !