সংক্রমনের পারদ উর্দ্ধমুখী
রাম রহিমের বেপরোয়া সৈন্য,
রেঁনেসার পথ পাড়ি দিয়ে সভ্যতা
তোমাকে দিলাম চেতনার দৈন্য l
তোমার জন্য অগনিত ধেঁড়েখোকা
লাঠিসোটা হাতে বেশ বীরপুঙ্গব,
অথচ তোমার বন্দী পাখির খাঁচা
ডানা ঝাপটায় বিপন্ন শৈশব l
তোমার জন্য কাঁদা হাসা,ভালোবাসা
দিলাম অসম ফসলের বন্টন ,
তোমাকে দিলাম সবুজের উষ্ণতা
শরীর পোড়ানো কঠিন উষ্ণায়ন l
তুমি দিয়েছিলে অখন্ড মহাদেশ
তোমাকে দিলাম কাঁটাতার,রাষ্ট্র ,
মানুষ বাঁচাতে তোমায় দিলাম আজ
মানুষের চেয়ে দামী ক্ষেপনাস্ত্র l
তোমার ভাবনা রক্তে তুফান তোলে
তোমার জন্য রাতদিন শঙ্কা,
তোমার জন্য ঢক্কানিনাদ যত
লংকা না পেলে সব লবডঙ্কা l
ভাববে না আজো প্রগতির ধারাপাতে
এ কোন নতুন আগামী দিচ্ছে ডাক?
স্বপ্নে মুখর আস্ত গোলকধাঁধাঁ
চোখ খুললেই বেবাক চিচিংফাঁক l