বিধির বিধান যখন, তখন তাই মেনে চল
পোশাক-আশাক,লজ্জা ভূষণ l লেপ্টে সাথে l
এক একটা বার মাতাল মাতাল সব কোলাহল
মিটলে না হয় ফের হবি খুন রোমশ হাতে l


হার না মানার আকাশ কুসুম যে প্রত্যাশা
দুঃসাহসের ডানায় ওড়ে l থাক না ওসব l
দ্যাখ চেয়ে দ্যাখ চোখের কোনে প্রণয় পাশা
দাম না দিলে ? ক্ষেতের পাশেই সোমত্ত শব l


জ্যোৎস্না রাতের একফালি চাঁদ,তুই যে দেবী !
ইচ্ছেমতন খুন হবি তুই একইভাবে l
একইরকম বন্যা হবে বেহিসেবী
দুধের শিশুর গতর ঢাকবি কোন হিজাবে ?


এবার না হয় বসন্তকাল থাক কবিতায় l
এবার না হয় ছিন্নবীনায় নাকচ্ সে সুর
ঠিক যে সুরে সবাই তোকে একান্তে চায় l
একান্তে নয়,প্রকাশ্যে হোস এক মনিপুর l