জরুরী ছিল না জহুরীর গোবলয়
জরুরী ছিল না,বলেছিল এসময়
জরুরী ছিল না,অথচ সচরাচর
সরে সরে দূরে আমরা পরস্পর
সীমান্তদূত সহসা অগ্রসর
পথে ছুটে গেল দুরন্ত কনভয় l
কোথায় কখন ভাঙল শীষমহল
ভাঙল দুয়ার ভাঙল সব আগল
বানভাসি বুক ভাসল ছলাৎ ছল
রদ্দির দরে বিকোলো শত হৃদয় l
ঘরে বাড়ন্ত চাল আর কেরোসিন
চিরাগ জ্বালিয়ে এলোনাকো আলাদিন
চোখের তারায় উদগ্র বার্লিন
আর আলেয়ার ধূসর অর্কোদয় l
শব্দের পিঠে শব্দের কষাঘাত
চুপিসারে ভোঁতা শব্দ রাতবিরাত
হানেনি চিন্তাশীলতাকে,নির্ঘাৎ
বহু ব্যবহারে বর্নবিপর্যয় l
দেগে যায় দেগে যায় এ বিচিত্রের
সমাহার,দাগে পাপ ও পবিত্রের
মোটা দাগে,দাগে পার্শ্বচরিত্রের
ভাঙাচোড়া পিঠে গদ্দার পরিচয় l
পিছনে পিছল শোনিতের ইতিহাস
মাথা তোলে,শত জুলুমের বিন্যাস
অযুত নিযুত নায়কের উচ্ছ্বাস
ছিল ধুলোঝড়ে দূরন্ত কনভয় l
আজ ভোঁ-ভাঁ তারা খবরে সর্বশেষ
ঝটিকা সফরে হয়েছে নিরুদ্দেশ ll