এইখানে তোর আকাশের আশিয়ানা
এইখানে রোদ মেঘ ভেলা সাম্পান l
কখনো হিমেল কখনো দখিনা হাওয়া
দিকে দিকে অবিরত করে পাঁচ কান l


এইখানে তোর বনস্পতির নীড়ে
কপোত কপোতী রোজ বাঁধে খেলাঘর l
এইখানে তোর শ্যাওলা ঘাটের তীরে
নদী ভাঙ্গে টেউ গল্প অপরাপর l


এইখানে তোর দিবসে কন্দমূল
এইখানে রাত চাতকের বারি যাঁচা,
ঝরবার আগে কলিকে শেখায় ফুল
এক মূহুর্তে লক্ষ জীবন বাঁচা l


এইখানে তোর মুক্তি,ঠিক এইখানে
এইখানে তোর যুগপৎ দু'জাহান
মিলে যাবে;ক্ষেতে ভাঙ্গবে ক্ষেতের মাটি,
তারপর শুধু স্মৃতিপটের নিশান l