গল্পটা এখন সকলেই জানে,
কেবল পট পরিবর্তনের চিত্রটা আপনি
বলে গেলেন না নীরেনদা l


সেদিনের সেই দর্শক মোসাহেব,চাটুকার,স্তাবকবৃন্দ
নীরবতার অলিগলি খান খান করে
নেমেছে প্রকাশ্য কাঠগদ্যের রাজপথে l
মুখে প্রতিবাদী ভাষা
মুষ্টিবদ্ধ হাত শূন্যে,তাতে বিশ্বাসের প্লাকার্ড
প্রত্যেকের দার্শনিক কন্ঠে ঝুলছে মতবাদের আইডেন্টিটি কার্ড
চোখে অদ্ভুত মাদকতা
সবাই ভাবছে সুদূরপ্রসারী এই পথ
বঞ্চনা পীড়নের মাঠ-ঘাট ভেঙ্গে
বিভেদের বার্লিন বিধ্বস্ত করে
ক্রমশঃ...ক্রমশঃ তাঁকে সকলের আগে পৌঁছে দেবে সেই উলঙ্গ রাজার বিশ্ব দরবারে,এক্কেবারে মুখোমুখি...
যেখানে মরলে অমর শাহাদত,বাঁচলে গোটা বিশ্বে নজির l
সুতরাং মাদকতা...পৌঁছানো চাই আর সক্কলের আগে l


গল্পটা এখন সকলেরই প্রায় জানা
কেবল অসম্পূর্ণ গল্পের অন্য অংশটা আপনি বলে গেলেন না নীরেনদা l
কাঠগদ্যের রাজপথ এখন মূহুর্মূহু স্লোগানে মুখরিত
সেদিনের উলঙ্গ রাজা আজ সটান পর্দার
আড়ালে
সে জুগিয়ে চলেছে মাদক
একে অন্যকে পদদলিত করে এগিয়ে যাওয়ার এই মাদকতায়
এখনো অনুপস্থিত সেই সরল স্পষ্টবাদী শিশুটি
নীরেনদা,কোনো সংবাদে কখনো প্রচারিত হবে না তাঁর হারানোর বিজ্ঞপ্তি l
কেননা সে যে জানে
স্বেচ্ছাচারী রাজা আর মাদকাসক্ত প্রজা
দুটোই সমান বিপজ্জনক l
সে যে দেখে ফেলবে
মতবাদের মারিয়ানা ট্রেঞ্চে
মনুষ্যত্বের জেনোসাইড,
সে যে বলে উঠবে সোচ্চারে সকলকে ছাপিয়ে...
এই আইডেন্টিটি কার্ডের ভিড়ে মানুষ কোথায়?