আগেও হয়েছে,
এখনো হচ্ছে,
নিশ্চিত,হয়তো পরেও হবে...প্রচুর কথা l
তবু...
ওঁরা হেঁটেছিল...নিঃসঙ্গ অতীতে
হাঁটছে....অসহায় বর্তমানে
হয়তো হাঁটবে...অনিশ্চিত ভবিষ্যতে ll


ওঁদের হাঁটতে দাও....অন্ধকারে...
ওঁরা থেমে গেলে,বৃথা যাবে এ প্রেমের মধুচন্দ্রিমা
থেমে যাবে এ সুখী আত্মমগ্ন মূহুর্তযাপন l
মরলে মরতে দাও...নিঃশব্দে...
টু-শব্দটি যেন না করে,
কেননা,ওঁরা বললে... ভাষা ফিরে পাবে
শতাব্দী লাঞ্ছিত ইতিহাস l
তারচে বরং শ্রম-ঘাম-রক্ত-পচন দৃশ্যত অদৃশ্য রেখে
চলো তাজমহলের সৌন্দর্য্য দেখি l
ওঁদের হাঁটতে দাও...l