তোমরা আসবে? হয়তো দোয়েল শ্যামারা দেবে না শীস
মেরু স্বেদস্রাবে ক্লান্ত ধরণী ফুসফুসে নীল বিষ,
দুঃস্বপ্নের দিন ও রাত্রি ক্ষমাহীন দুরারোগ্য
ততোদিনে হয়তো বা নিঃশেষ সবুজ নিধন যজ্ঞ l
খোলা মাঠ ঘাট,ফাঁকা ধান ক্ষেত,জলাভূমি নেই;হন্যে
দু-ফোঁটা বৃষ্টি,একটু বাতাস একটু আলোর জন্যে l
আগামী শতক হে নবজাতক সকাল বিকেল সন্ধ্যে
প্রতিযোগিতার জীবনধারন যান্ত্রিকতার ছন্দে l
তোমরা আসবে,শৈশব হানা দিয়ে যাবে তিন সত্যি
চার দেওয়ালের হাতের মুঠোয় এ গোলক একরত্তি,
একরত্তির গোলক কিন্তু বান্ধবহীন হন্যে
তোমরা আসবে ? অরন্যহীন প্রানহীন জনারন্যে ?
কথা ছিলো বাসযোগ্যের,দুরারোগ্য আজ জীবন
তোমরা আসবে? মাটি বলে দিলো লিমিটেড এডিশন ll