মাঝে মাঝে মনে হয় বৃথা রক্তপাত,ব্যর্থ স্বেদ
ব্যর্থ প্রতিরোধ,বৃথা সংকল্প,কালির অক্ষর
প্রবল প্রতাপে দৃঢ় অর্ধসত্য;অতি ভয়ঙ্কর
এখানে অপ্রিয় সত্য কথাদের প্রবেশ নিষেধ
একদা প্রাচীন কোনো সোনালী অতীত অধ্যায়
গোপনে উদ্বাস্তু আজ,বিবাদের নিভৃত ঠিকানা
বিজয় কেতন ওড়ে পতপত,দূরে মৃতপ্রায়
স্মৃতির আখড়,ধুলো মসিমাখা মোহাফেজখানা l
ইতিউতি জটলায় বিভক্ত শিবিরে শিবিরে
অশ্রুত আত্মার ক্রন্দনঃ " আলো চাই,আলো "
দিন আসে দিন যায়,মুসাফির নিখোঁজের ভীড়ে
আজকাল দিনরাত খুঁজে ফেরে মন্দের ভালো l
ঝুকে কাঁধ,আড়ষ্ট জিভ চায়ঃ "ইনসাফ দাও"
মাঝে মাঝে মনে হয় ব্যর্থ এ তপস্যা বৃথা স্তব
আজন্ম; মূর্খের স্বর্গে দূর বহুদূর বিপ্লব
হে মহান জনজাতি নিঃসারে ঘুমাও ঘুমাও ll