********(১)*********


তোমার যখন ভূখন্ডপ্রেম, আমার শূণ্যে পাড়ি
যেমন পাখির,বাতাস,নদীর
যেমন ধ্রুপদ অশথ বোধির
যেমন মনের l কুঁড়িয়ে নিলেম জিরো বাউন্ডারি l


*********(২)**********


বাইরে বরফ ? যাবে গলে l
যতদিন আছে আঁচ বুকের কামারশালে
গনগনে প্রনয় অনলে l


********(৩)***********


বোধের ভেতর গোর দিয়েছি রইলো এপিটাফ
পারলৌকিক কেমন আছো?
বিরক্তিকর l শেষ উবাচঃ
এই জমিনে জোত দিয়েছে জ্বলন্ত জিরাফ l


********(৪)************


ধর্মাবতার,ধর্মের ছোঁড়া বিঁধেছে বারংবার
তবুও বেহুশ আমি সে মানুষ ধর্মকে বলি মানুষের অধিকার l


*********(৫)************


লোকশ্রুতির মালা গাঁথা শেষে পরিত্যক্ত মঞ্চ
রজনীগন্ধা আহত নিহত ধূপ দীপের প্রপঞ্চ
শেষ হলে পরে যে ধ্রুপদী ধারা বিশ্ব করেছে জয়
সে এসে শুধায় অবনত শিরে হৃদয় আছো হৃদয় ?