স্মৃতির স্মারক নও,পূজা নও,সন বা তারিখ
আবক্ষ মর্মর নও,নও অক্ষর ফলকের;
কল্লোল পেরিয়ে তবু ঋণ বহু ঋণ বলে দিক
পঁচিশে বৈশাখ তুমি জন্মদিন রবীন্দ্রনাথের l
অসহ্য প্রদোষ আজ দরজায়,যুগ সন্ধিক্ষণে
উদগত বাষ্প চেপে রুদ্ধশ্বাস অশ্রুপ্রপাত,
দক্ষিণায়নের পৃথ্বী,দিন গেছে চর্বিত চর্বনে
তোমার প্রেরণা দাও,ফিরে দাও সে রবীন্দ্রনাথ l


জীবন মশাল নিভু নিভু,ভরা শোনিত পরিখা
উদ্বায়ী কর্পূর প্রেম যেন এক নিমগ্ন মৈনাক
সুখী ইওরোপ,পাশে ঝলসানো এশিয়া,আফ্রিকা
তোমার ইশারা দাও সংহতি দৃঢ়তা জানাক l
সড়কে মড়ক,নির্বান খোঁজে মাটির ভারত
ছত্রে ছত্রে ছত্রখান;অসাড় দিবস গাঢ় রাত,
ধর্মাধর্ম,দলাদলি;মনে হয় মাছের আড়ৎ
মৃত্যুর মহড়া চলে পথেঘাটে আজ অকস্মাৎ l
জানি উপসংহার আছে,প্রলম্বিত আজ যে ভুমিকা
আজ নিস্তরঙ্গ ভাটা ফের দেবে জোয়ারের ডাক,
উত্যক্ত বাতাস;তাই সতর্ক মশালে অগ্নিশিখা
বারংবার দৃপ্ত তেজে জ্বেলে দাও পঁচিশে বৈশাখ ll