বাইরে বেজায় হট্টগোল,
একটি ক্যানভাস ঘিরে জনান্তিকে উৎসাহ প্রবল
মন্ত্রমুগ্ধ বিদগ্ধজনেদের ঢল l
নবীন হে চিত্রকর,তাই
তোমার পোর্ট্রেটখানি আর্টস ফেস্টিভ্যালে স্টান্ডবাই
অন্ধকার স্টোররুমে অবলীলাক্রমে পেল ঠাঁই !


অপ্রত্যাশিতভাবে এসেছিল ডাক,
বলা বাহুল্য,তুমি হয়েছিলে ভীষণ অবাক
অপ্রাপ্তির হতাশায় দিন গেছে কত
সামান্য সুযোগ চেয়ে হয়ে বিতাড়িত,
আজ কোন জাদুমন্ত্রবলে এ শহর,
ভুলে গেল অভিমান,খুলে দিল দোর
দুচোখ নিদ্রাহীন,আত্মমগ্ন তুলির আঁচড়ে রাত্রিভোর l
খাড়া হলো অতিকায় বিবর্ণ পোর্ট্রেট
ছবির কেন্দ্রে ভীড়,বেড়ে চলা অভুক্ত পেট
সামঞ্জস্যহীন আধুনিকতার মুখোমুখি,
অবয়বে দ্বন্দ্ববাদ,বার্তা অবিসংবাদিত সাবেকি l


এখনো বাইরে বেজায় হট্টগোল,
একটিমাত্র ক্যানভাস ঘিরে জনান্তিকে উৎসাহ প্রবল
সর্বোচ্চ দর পেল সে ছবি নিলামে
অভিজাত কেউ কিনে নিল চড়া দামে
গণ্যমান্য ব্যক্তিবর্গ বুঝেছিল সে ছবির আসল কদর,
আগাগোড়া ধবধবে ক্যানভাস,পড়েনি আঁচড়
কেবলমাত্র নিম্নে খ্যাতির স্বাক্ষর,
গালভরা চিত্রটির নাম ছিলো নিঃসীম শূন্যতা,
চিত্রকর,চিত্রকর,তোমার চিত্রখানি কোথা !!!