উন্নয়নের নেশা ছুটলো ?
দেখেছো ? দেখছ পরিসংখ্যান ?
বেড়ে বেড়ে কতখানি বিস্তর
ধনী আর দরিদ্রে ব্যবধান !
হাতে তুলে নাও দাঁড়িপাল্লা
একদিক ফুলে ফেঁপে বাহারে,
দেখো ঝুঁকে আরেকটা প্রান্ত
বিপজ্জনকভাবে ভাগাড়ে !
শত পরিকল্পনা আজকের
ত্রুটির ছিদ্রপথে হয় লুঠ,
কারা যেন নীতিহীন সমাজের
নিত্য নতুন হয় দলছুট !
পায়ে পায়ে আজ যে বাহাত্তর !
উদাসীন? মেনে নেবে অন্যায় ?
জন্মাবে কাল শিশু আঁধারে
ভেসে যাবে অশ্রুর বন্যায় l
আজ ভীরু মধ্যমপন্থা ?
কাল ঠিক ছুড়ে দেবে প্রশ্ন
জবাব চাইবে জেনো ইতিহাস
তৃতীয় বিশ্ব কেন উষ্ণ ?
আজকের দিন যায় ধন্দে
আজকের মনে দ্বিধাদ্বন্দ্ব
কাল যারা বাঁচবে আনন্দে
তাদের জন্য থাক ছন্দ l
অগনিত চোখে দুঃস্বপ্ন
আজকের বাঁচা দুঃসাধ্য
দেয়ালে ঠেকেছে পিঠ আজকে
তাই আজ রক্ত অবাধ্য ll