রমনা রমন সেরে তিরোহিত জ্যোৎস্না নিবিড় রাত
স্থাবর এ জঙ্গমে
মিলন মুখর প্রহর অতীত l মলয়ে চারণগীতি
ত্রিবেনী সঙ্গমে l
সাক্ষীগোপাল দূরে ঝাউবন হর্ষ-বিষাদ মাখা
কবরী এলিয়ে ধূর্জটি যেন বল্কলে শিখিপাখা
আবীর মাখিয়ে মর্মরধ্বনি উদাস বনস্হলে
পীতবাস পূব; পশ্চিমদিকে মধুমাস গেছে ঢলে l


ব্যালকনি চিলেকোঠা বারোমাস প্রেমের আতরদানি
বাহারি পাতায় রেলিং ডিঙ্গিয়ে কচি রোদ এক কানি
ইশারায় গূঢ় অভ্যর্থনা নব কিশলয় দলে
নীচে ফুটপাতে অনটন তবু জীবন এসেছে বলে l
এক বসন্ত হর্ষ-বিষাদ মৌন মুখর স্তবে
ত্রিবেনী তোমার সঙ্গম হোক বসন্ত উৎসবে l