কতটা আহত আমি
ক্ষতগুলো কত গভীর
জানাব বলে আছি অপেক্ষায়


আঘাতে কেঁদেছি
পূর্ণিমার আড়ালে
নীরব অশ্রু আর ক্লান্ত নিরাশায়


জীবন কাব্য নয়
গদ্য ও নয় পুরোপুরি
প্রেম খুঁজি তাই অচেনা পথে


যেখানে তুমি শিল্পী
আমি বিবস্র মানব
আমায় বিধ্বস্ত করো তুলি হাতে


আমি বিনা পরিচয়ে ঘুরি
একতারায় বাঁধি গান
ক্ষতগুলো নীরবে নিদ্রায়


গ'ড়ে কেন ভাঙ্গো তুমি?
অবসন্ন দীর্ঘশ্বাসগুলি
ভেসে যায় এলোমেলো হাওয়ায়