দৃশ্যটা বদলে যাচ্ছে দ্রুত
আমিই পড়ছি পিছিয়ে
নীরব জলসায় একা বসে আছি
শুষ্ক ঝরাপাতা বিছিয়ে


নিওনবাতির ঝরণায় দেখি
মানুষের মেকি খেলাঘর
ম্রিয়মান চাঁদের মায়াহীন হাসিতে
কে যে আপন , কেই বা পর


সব অঙ্ক কি মেলে জীবনের?
কিংবা ভালোবাসা পায় প্রাণ?
সব স্বরলিপি সাতসুরে বাঁধা?
সব জোয়ারেই নদীর অভিমান?


পূর্ণিমা ভাসায় পৃথিবীর কোল
তবু কাঁদে উষ্ণ মানুষ
লবনাক্ত প্রেম বিনিময়ে
ব্যস্ত নারী এবং পুরুষ


রং-তুলি হারিয়ে আমি ভিখিরি
ছিন্ন পোষাকে ছদ্মবেশী
দৃশ্যটা বদলে যাচ্ছে দ্রুত
অঝোরে কাঁদছে ভিনদেশী