কখনো আদরের উষ্ণতায় বন্দী
কোথাও প্রতিশ্রুতিতে বাঁধা
দান-প্রতিদানের ঐন্দ্রজালে
সূত্রহীন গোলকধাঁধাঁ
জীবন মরচেধরা,পচন নিঃশ্বাসে
রুদ্ধশ্বাস ভালোবাসা আমাকে
গিলতে থাকে গোগ্রাসে
প্রতিটি লড়াই হারতে থাকি
যুদ্ধটাও হেরে যাবো জানি
ভৌগোলিক আঁকিবুঁকি দেয়
নিরাশার হাতছানি
ভুলে ভরা দাবাখেলা আর
কারাগারে অন্ধকার বিচার
পরাজয়ে সেই চেনা ভালোবাসা
শক্তিহীন শরীর অসাড়
কবে এই খেলা শেষ, কবে
স্বপ্নেরা দেবে শীতঘুম
কবে ঢোল-মাদলের তালে
বাজবে শেষ প্রহরের মৃত্যুধূম।