ভালো থাকার কি কথা ছিল
অচেনা শহরে , অজানা ঋতুতে
ক্রূরতার ধমকে , অর্ধেক মৃত্যুতে
একডাঁটি ফুল আর ছোট চিঠিতে
তবু লিখেছিলে 'ভালো থেকো'


অমাবস্যার নিকষ আঁধারে
আঁকাবাঁকা ভয়ে শাপিত জীবন
দীর্ঘশ্বাসে যুক্ত মেকি আস্ফালন
গভীর প্রেমে লেপটে থাকা মায়া
হাত ছুঁয়ে বলেছিল 'ভালো থেকো'


বাউলের একতারায় সোঁদা মাটির গান
সরল স্বরলিপিতে আবছা অভিমান
অনুভূতি আটকে থাকে মোহনায়
সিক্ত চোখে দিগন্তহীন বন্ধুতা
কি ভেবে বলেছিলে 'ভালো থেকো'