বন লতা পাতা ঘেরা পুকুরের কাছে
কতই প্রলাপ বকেছি দুজনে
লিখে রাখলে একটা উপন্যাস হয়ে যেত
কৈশোরের প্রেমে বিভোর দুজনেই
বাকি কিছু মাথায় ছিল ছাই
তোর গজদন্তের হাসি দেখে দেখে
কেটেছে অগুনতি বিকেল দুপুর
বড্ড নিরিবিলিতে কতই না গল্প করেছি
শুধু লিখে রাখা হয় নি
দিন বা তারিখ
জোড়াশালিক দেখে হেসে লুটোপুটি তুই
আমি ভ্যাবাচ্যাকা বরাবর
তুই বলতি 'বুদ্ধুরাম'


শিরদাঁড়া বয়ে যেত এক তীব্র আকুতি
তোর দৃষ্টিতে কি যেন থাকতো


লিখে রাখলে বেশ কিছু কবিতা হয়ে যেত