ঘুম জড়ানো চোখে নতুন সকাল
চেনা আয়নায় দেখি অচেনা মানুষ
এক রাতেই বাড়ে অনেক বয়স
এক চিলতে রোদ্দুরের সাথে হয়
হাসি বিনিময়
নীরব নীলিমার হাতছানিতে
খুব বুঝি , এক ধাপ এগিয়ে রইলাম
তোমার কাছাকাছি , হে ঈশ্বর


অস্পষ্ট বলিরেখা আর
হলদে চোখের ভাঁজে
ক্লান্তি অথবা ব্যর্থতার কোলাজে
অবসন্ন প্রশ্নমালার ভীড় আর উত্তরে শুধু অশ্রু
সূর্যাস্তের সাথেই যদি হয় শেষ পথচলা,
থেমে যায় সন্ধ্যার শন্খধ্বনি
মন্দির থেকে নেমে এসে
আমার অপবিত্র হাত ধোরো তুমি, হে ঈশ্বর