ছোটবেলা টা কেমন ছিল
                       এখন আর মনে পড়ে না
পড়লেও আবছা লাগে ছবিগুলো
সেই অলি-গলি , স্কুলবাড়ী
পুকুরে সাঁতারশেখা,বন্ধুদের সাথে আড়ি
কমলা রং-য়ের আইসক্রীম,লাটাই-ঘুড়ি
কানমলা খেয়েও মায়ের সাথে লেপমুড়ি
হারুদার কাছে সাইকেল শেখা
ফুটবল মাঠে গুতোগুতি                
মহালয়ার না-বোঝা মন্ত্রে
                দুর্গাপূজার প্রস্তুতি
মাসী এলে পাটিসাপটা
সাথে আমসত্ত্ব ও আচার
রোববার ঘুরে আসা জেঠুর সাথে বাজার
ছিল সার্কাস, ছিল রথের মেলা
এই তো ছিল এলোমেলো ছোটবেলা


বয়সের সাথে বদলায় ছবি
বদলে যায় চেনা পৃথিবী
নিওন বাতির শহরে খুঁজি পুরনো সময়
বুঝেও যে তা ফিরে পাবার নয়
তবু ফিরে ফিরে চাই
সেই ঘুড়ি , পুরনো লাটাই


ঘুড়ির সাথে উড়ে যাবো ঐ আকাশে
ছোটবেলার আমি, থাকবে আমার পাশে
পুজোয় যখন কাঠি পড়বে ঢাকে
বেশ করে আদর করবো মা-কে
চুরি করবো বোনের জমানো আধুলি
শুধু স্বপ্ন এখন এগুলি


আবছা স্বপ্নরা নীরবে ভাঙ্গায় ঘুম
জেগে থাকি একা ,রাত্রি নিঝুম
ভোরের আলো ভুলিয়ে দেবে স্বপ্নজাল
আমি নির্দ্বিধায় মেন নেব আগামীকাল