আমি ভালোবেসে তারে ডাকি "চাশমিশ" বলে;
কিন্তু সে তো আর বোঝে না; এই গরীব মানুষটার
প্রেমের ডাক'টা, তাই সে রেগে যায়; আমাকে
শুধু শুধু বকা-বকি করে; তাই আজ তাঁর কথা
ভেবেই কলম নিয়ে বসেছি; দেখিনা আজ
সর্বহারা হয়ে তাঁকে কতোটা ভালোবাসতে পারি!


চশমার আড়ালে লুকিয়ে থাকা তীক্ষ্ম হরিণী
আঁখি যার; যার তাকানো তে এ হৃদয়ে তীব্র
আলোড়নের সৃষ্টি হয়; আমার ভালোবাসার
ডাকটা আজ "চাশমিশ", ওই চাশমিশ রেগে
যেও না প্লিজ; মাঝে মাঝে একটু তো এদিকেও
তাকাতে পারো, তোমার ওই চশমা; আর কপালে
একটা ছোট্ট টিপ দিয়ে মাঝে-সাঝে এঁকে দিতেও
তো পারো!


আমায় এক..."অপার্থিব ললাটো চন্দনে;
যারে রাখিয়ো হৃদয়ও অন্তরে"


বুকের কোণে যখন তোমার 'গুন গুন' শব্দটা
বন্ধ হয়েছে; তখনই তোমায় সর্বহারা হয়ে
চেয়েছি; ছুটে গেছি আলোর শেষ কোণে;
না হয় আজ যাবো ভোরের শুরুতে কোনো
এক উদিয়মান সূর্যের দেশে শুধু তোমায়
খুঁজতে! দিশেহারা হয়ে তোমায় খুঁজেছি;
অনেকটা গোপনে কিছুটা আড়ালে;
আর এই পাগল মন'টার আবদারে!


#সেদিন...💝


তুমি যখন আমার বুকে হাত রেখে বললে,
কিগো 'পাগল' কোথায় খুঁজছো আমায়;
উত্তরে আমি বলেছিলাম স্বর্গ-মর্ত-পাতাল
এক করে দিয়েছি খুঁজে; কিন্তু পাইনি
তোমাই কোনো জগতেই; উত্তরে তুমি
বলেছিলে আসলে কি জানোতো 'পাগল'
তুমি খুঁজে গেছো আমাকে পাগলের
মতো, কিন্তু কখনো নিজের মাঝে দেখোনি
আমায়; একবার চোঁখটা বন্ধ করে খোঁজো;
দেখো আমি তোমার সবথেকে কাছে
আছি অনেকটা গোপনে; আমি তো
কোথাও যাইনি তোমায় ছেড়ে; আমি
তো সব সময় আছি তোমার কাছে;
সেদিনও ছিলাম, আজও আছি!

"ইতি তোমার প্রিয়দর্শিনী"
কি বললুম 'মশায়' এইবার তো বুঝতে
পারলেন নাকি হ্যাঁ; যে আপনার 'পীহু'
আপনাকে কতোটা ভালোবাসতে পারে!


উত্তরে আমি সেদিন...💝


''হ্যাঁ হ্যাঁ ম্যডাম বুঝতে পারলুম''
এ' যাহ্ আমি কেনো আপনার ভাষা তে
কথা বলছি; মনে হচ্ছে, আজ সত্যি আগের
দশকের মতো, এ দশকেও পুনর্বার আপনার
প্রেমে পরে গেছি; দয়া করে যদি একটু উঠিয়ে
নেন আমায়; যদি আমাকে একটু ভালোবাসা
দিয়ে বাঁচিয়ে তুলতে পারেন পুনরায়; তবে যাই
বলুন আপনি কিন্তু খুব ভালো মানুষ; আমি
শুনেছি আপনি নাকি অনেক দানশীল মানুষ,
আজ আমাকেও একটু-আদটু কৃপা দান
করুন; একটা ছোট্ট ভালোবাসার আবদার
নিয়েই তো এসেছি, আপনার কাছে; আমি
জানি আপনি কখনো ফেরাবেন না আমাকে;


দু-হাত দিয়ে জড়িয়ে ধরে..🤗
বসন্তের আগমনীর ছোঁয়াতে আমার
অন্তরটা রাঙিয়ে দেবেন এক অনন্ত
বেদনাহীন ভালোবাসায়!

"ইতি তোমার পাগল"


📚সৌমেন রবিদাস✍️