সমাজ আজ পুরুষকে নিয়ে লেখা ছেড়ে দিয়েছে!
সবাই তো নারী কে নিয়ে লেখে!
আজ আমি না হয়...
পুরুষকে নিয়ে লিখলাম কিছু কথা ✍️


পুরুষ তার হৃদয়ে শত পাথর চাপা দিয়ে,
রেখেও প্রতিবাদ করে না!
সমাজে আজ পুরুষ নিজের অস্তিত্ব হারিয়েছে!
নিজের সন্মান হারিয়েছে! নিজের সুখ হারিয়েছে!
যে পুরুষ অন্যের হাঁসিতে নিজের হাঁসি খোঁজে!
যে পুরুষ অন্যের স্বপ্ন কে নিজের স্বপ্ন বানায়!
অন্যের সুখে নিজের সুখ খোঁজে!
অল্প ভালোবাসা তেই যার মন ভরে যায়!
অল্প সুখেই অনেক সুখি যে, সেই হলো পুরুষ!


যেই সমাজের "অস্তিত্ব", "সন্মান" পুরুষ
প্রতিষ্ঠিত করে ছিল!
আজ সেই সমাজ মিথ্যে লাঞ্ছনার
শিকার বানিয়েছে পুরুষ দের!
এইভাবেই নিখোঁজ হচ্ছে পুরুষদের অস্তিত্ব!


সমাজে একটা কথা খুব প্রচলিত
যে.."পুরুষদের কষ্ট হয়না", "পুরুষ মানুষ তো কাঁদে না"
এইভাবেই, সমাজে পুরুষের অস্তিত্ব হারিয়ে যাচ্ছে!
ঠিক এইভাবেই, সমাজে পুরুষের সন্মান হারিয়ে গিয়েছে!


সমাজে তারাও ন্যায় চায়!
তাদেরও কষ্ট হয়..হ্যাঁ "পুরুষদের কষ্ট হয়", "তারাও কাঁদে"
আজ সমাজ পুরুষদের ন্যায় এর কথা ভুলেই গিয়েছে!
সমাজ আজ পুরুষদের নিয়ে কথা বলতে চায় না!
ন্যায় সূর্যের পথ চেয়ে নিজেদের উৎসাহ দিয়ে
বাঁচিয়ে রাখে নিজেকে তারা!


সমাজের কাছে পুরুষ শুধু প্রয়োজন!
সমাজ কখনোই প্ৰিয়জন ভাবেই নি তাদের!
বুকের মাঝে পাথর রেখে....❤️
"সমুদ্রের মতো ভালোবাসতে পুরুষরাই পারে"
নিজের "কষ্ট", "দুঃখ"
লুকিয়ে রাখে হৃদয়ের অন্তরালে!
"বাহিরে যার রাজার মতো অন্তরে যার শত ক্ষত"
সেই হলো পুরুষ !!
[>>>©সৌমেন রবিদাস<<<]