আদিম মানুষ


সৌমেন সেন


আদিম যুগের আদিম মানুষ
থাকত তারা গুহায়
পোরত তারা পশুর ছাল
হাতে থাকত গাছের ডাল
বসতো তারা গাছের ডালে
লিখত তারা গাছেল ছালে
আদিম পশুর বংশ
খেতো তারা কাঁচা মাংস
পাথরে পাথরে ঘসা লাগে
বনের মধ্যে আগুন জাগে
আগুন জ্বালতে দেখলে
আগুন জ্বালাতে শিখল
মাংস পুড়ে খেতো
সবাইকে ভাগ করে দিল।