কি আশায় আমার কাছে আসো?
কোন বাসনায় মোর জোয়ারে ভাসো?
কার হৃদয়ে ভরছো এত প্রাণ?
আমায় কি এত ভালোবাসো?


কেন প্রতিটা পথচলা তোমায় ঘিরে?
স্মৃতির মালা দিচ্ছ গেথে মোরে।
জীবনের আশায় কি নিচ্ছ নিঃশ্বাসও?
আমায় কি এত ভালোবাসো?


শুরুটা ঠিক কবে কিভাবে?
থাকবে উত্তর কালের অভাবে।
শুধু নীলিমা না লালিত্বেও মেসো?
আমায় কি এত ভালোবাসো?


আসলে মেলেনি প্রানের মিলনকাহিনী।
মেলেনি কোনো হিসেবের খাতার বাণী।
আঁচড়ে পড়েছে স্মৃতি, বলেছে বিপদগামী।
কিন্তু তুমিতো বেঁধেছো আমার হৃদয়খানি।


ফুল তো হেসেও ঝরে।
কেঁদেও তো বৃষ্টি পরে।
তুমি কি হাসো না রোদনে ভাসো?
আমায় কি এত ভালোবাসো?