ভুলে গেছি আজ যন্ত্রণার সাথে হিসেব বাকি কতো,
একা অন্ধকারে বসে ভাবি একটা বন্ধু থাকলে কেমন হতো।
কালকেও মনে হতো পৃথিবীটাতে অনেক মানুষ আছে,
আজ দেখছি এই পুতুলগুলো সব নিজের স্বার্থে বাঁচে।
দিনের বেলা যারা কাঁধে হাত রেখে বলেছিল আছি পাশে,
গভীর রাতে ভয় পেলে তারা আমায় দেখেই হাসে।
রক্ত ঝরে চোখদুটো থেকে তাকাই যখন ফিরে,
মনে হয় আজ হারিয়ে যাচ্ছি লোভী প্রাণীদের ভিড়ে।
ভেঙে দিয়ে যায় মনটাকে রোজ বিষাক্ত কিছু ঢেউ,
কতো ভালোবাসা ধার দেওয়া ছিল ফেরত দিল না কেউ।