তুমি কি ভালোবাসো তাহারে?
যদি বলো, বাসি তো !
অনেক অনেক ভালোবাসি ,
যতটা ভালোবাসিলে নিন্দুকদের ঈর্ষা হয়,
তাঁহার তুলনায় অধিক ভালোবাসি ।


তবে কেন শিকল বন্ধনে বাঁধিয়া রাখো
সমুদ্র মাঝের এই সংকীর্ণ দ্বীপে?
উন্মুক্ত আকাশ কেন দেখিতে দাও না তাঁহারে ?
যদি বা কদাচিৎ দিয়াছ দেখিতে ,
তখন বাঁধিয়া রাখিয়াছো তাহার ডানা দুখানি ?


চিৎকারে গর্জণ তব , ভালোবাসি আমি অনেখানি
এত্ত কিছু পাইবার পরও, ওসবের কি প্রয়োজন শুনি ?


কপালের সিঁথি হইতে পায়ের অঙ্গুলি
ভরাইয়া দিয়াছি স্বর্ণ,রৌপ,মুক্তায়
দিয়াছি তাহারে দেবকন্যা তুল্য বিলাসবহুলতা
সহস্র নারীর যাহা কামনা , যাহা বাসনা
সেই আমি তাহার লাগি পাগলের ন্যায় আত্মহারা


ইহার কোনোকিছুই তো চাহে নাই সে
যাহা চাহিয়াছে তাহা পায় নাই যে
তাইতো তাহার এরূপ আচরণ
গোপনে আমারে প্রকাশিল ইহাই দীর্ঘক্ষণ ।


বন্দী তুমি মম কারাগারে
করিব তব শিরোচ্ছেদ ।
স্পর্ধার অতীত কর্ম করিয়াছ তুমি ।


মহারাজ তুমি , রাজত্ব তোমার
তব শাস্তি আমি করিতেছি স্বীকার ।


মৃত্যুকালে আবেদন মম , উন্মুক্ত করো ভালোবাসা তব
যাহার লাগিয়া,যাহারে ভাবিয়া ঘোষণা করিয়াছ শাস্তি মম,
মৃত্যুর ওপারে সে প্রতীক্ষায় আমার
শীঘ্র করো মোর শিরোচ্ছেদ ।


প্রাসাদে তখন কান্নার রব , রাজা দাড়ায়ে, যেন প্রাণহীন শব
বিষক্রিয়ায় অপরাধী ঢলিয়া পড়িল মাটিতে।
মৃদু হাসি তাহার ঠোঁটের কোণেতে ,
আনন্দ তাহার হৃদয়ে যেন
বিধবা নারীর পদ পড়িয়াছে কাশীতে।