তোর চোখে একসময় ভোর হ'ত প্রতিদিন
সোনালী রোদ্দুর উদ্ভাসিত হ'ত একসময় তোর মুখে।
একদিন তুইও আনন্দে আত্মহারা হ'তিস,
পৌষফুলের মাতোয়ারা গন্ধ নিতে
ছুটেছিস দূরদূরান্তে, পেছনে রেখে কত ক্রোশ পথ।
বসন্তের গান শুনে তুইও হেসেছিস কত
ক্লান্তিহীন অবিরত,
তোর চোখে ছিল প্রতিনিয়ত বর্ষার মেঘ,
একটা স্বচ্ছ আনন্দের পূর্বাভাস,
কতো ফুল ছিল
কতো বিনোদন।
তোর তো খানিকটা অভ্যেস ছিল
পদ্ম পাতায় নাচার,
একসময় তোর খুব প্রিয় ছিল
বর্ষার নোনা ইলিশ, সাদা ভাত
আর রাত্রির নরম বালিশ।


কিন্তু আজ কতদিন পরে
কোথায় হারিয়ে গেল জোয়ারের শব্দ
উচ্ছল গান,
কোথায় খোয়া গেল তোর
হাসি মাখা প্রাণ।


আজ এতদিন পর
তোর চোখে বর্ষার গভীর জল
কপালে অপরাহ্ণের বলিরেখা,
তোর চিবুক বেয়ে
কখনও কি নামবে আর
কোন সন্ধ্যা প্রদীপ?