ভূলে গেছি কবিতার ছন্দ
কথাগুলো এলোমেলো আজ,
একদিন তার প্রতি কথায় জন্ম নিত কবিতা,
তারপর হঠাৎ স্মৃতির পাতাই বিষ।
আমার মনের মিশরীয় সভ্যতাই তৈরি হলো মমি।
শরীরটা আছে থিশ্রাসের খনির স্তুপে,
শিল্পের সাজে পিরামিড হয়ে অষ্টম আশ্চর্য আমি
বৌদ্ধ ভিক্ষুর দৃষ্টি নিয়ে
হাজার বছরের অপেক্ষায়,
যদি সে ফিরে আসে আবার....
যদি কোনো দূর ভবিষ্যতে ফিরে পাই অতীতের একদিন,
তবে তুমি আর আমি হাত ধরাধরি করে পার করবো একসমুদ্র বৃষ্টি।
যে বৃষ্টিতে ধুয়ে গেছে আমাদের প্রেমময় বর্ণমালা।