যে গিয়েছিল সীমান্তে পাহাড়ায়
সে এসেছে ফিরে।
কফিন বন্দী হয়ে।
জন্মভূমিকে দিয়েছে জীবনের বলিদান।
সম্বর্ধনা মালায় আর পতাকায়,
গান স্যালুটে শেষ অভিবাদন।


জানালায় এসে জোৎস্নারা অপেক্ষমান
দৃষ্টিরা হয়ে আসে ঝাপসা নোনাজলে,
জোৎস্নাদের কথা কেউ জানবেনা,
তারাও তো দেয় নীরব বলিদান
জীবনের সব রঙধুয়ে,
স্বামী, পুত্র, ভায়ের প্রাণের বিনিময়ে।
প্রতিরাতে নোনাজল ঢেউ তোলে বুকের পাঁজরে,
তবুতো গর্বের সুখ আগলায় বুক,
প্রতিজ্ঞা প্রস্তুত মনের গভীরে,
শুধু জীবনের রঙে নয়,
প্রয়োজনে জন্মভূমি সাজবে তাদেরও রুধিরে।