*```অর্থনৈতিক লঙ্কা দহন*```


হে প্রিয় বিশ্বপিতা;
পারিলে করিও ক্ষমা!
শত দোষ, শত ভুল
আমার তরে।


হে প্রিয় ক্ষমা দাতা,
বিশ্ব তোমা বিপদহন্তা,
জাহির করিলা মম ব্রতা,
শাস্তির বিধান তব করিলা।


একদা পুড়েছিল এ লঙ্কা,
দেব হনুমান ল্যাজ দ্বারা,
রাবণরাজ ছিল তখন-
লঙ্কা সিংহাসন-এ।


তবে আজ কেনো দাহ্য লঙ্কা!
অর্থনৈতিক দহন দ্বারা,
তবে কি রাবন এলো ফিরিয়া!
পুনর্জন্ম নিয়ে?