শারদীয়ার গন্ধ এল,
ঢাকে পরল কাঠি ।
মাঠে-ঘাটে শুধু এবার,
কাশ ফুলের পটি।
শিউলি ফুলের বর্শনে এবার,
ভরে উঠবে রাস্তা।
কালো-ধূসর রঙটা এবার,
হয়ে উঠবে সাদা।
শিউলি ফুলের গন্ধ যখন,
যাবে কোনো নাকে।
সবাই তখন বলে উঠবে,
"পূজো আসছে"


"পুজো আসছে","পুজো আসছে"
"30 % ছার "।।।।।।।
দেখতে গেলে জামাটার দাম
প্রায় হাজার টাকা পার।
এই জামাটা নাকি,
পূজোর উপহার।


মা তো আসবেই,
পাঁচ দিন থাকবেই,
জামা হবে, মজা হবে,
আনন্দ হবে, আড্ডা হবে,
সব কিছুই হবে।
কিন্ত ওই রাস্তার ধারের,
ওই ফুটপাথের ফুটফুটে মেয়েটির
জামা হবে না, বন্ধু হবে না,
আনন্দ না, কিছুই না।
হবে শুধু বেদনা।
এসো, সকলে মিলে
নিজ সাধ্য মতো,
ওই মেয়েটির পাশে এসে দারাই।