জানালার বাহিরে মলিন সমীরে,
সিক্ত হচ্ছে নির্বাক চাঁদের আলো।
রজনী ধরা দিয়ে যায় তোমার আঁখির তারায়,
প্রতিটি মধুর অধ্যায় মিশে যেতে চায় রাতের আঁধারে।
অপেক্ষারা আজ জানান দিয়ে যায় যে তুমি আর আসবে না।
তোমার অবয়বে আজ শুধুই ফিরিয়ে দেবার ইঙ্গিত।
তোমাকে না বলা কথাদের তাই মুক্তি দিলাম মায়াবী রাতের জ্যোৎস্নায়।
জানি দেখা হবে কোনো এক প্রান্তে।
যতই দূরে থাকি, আছি কেবলই বিপরীত সীমান্তে।