দিগন্ত বিস্তৃত আঁধার,নিজেকে বার বার খুঁজে পাই,
ভেঙে পড়া পাঁচিলের চার দেয়ালের মাঝে... ।
এতেই প্রতিষ্ঠিত আমার কাল্পনিক জীবন....


যেখানে ভোগ-মায়া-মাত্সর্যের কোনো স্হান নেই....
সঙ্গী আমার জরাজীর্ণ হাতল ভাঙা চেয়ার....
নিঃসঙ্গ একলা ঘরে উহাই আমার সিংহাসন... ।


পলেস্তরা খসা সিলিং প্রতিনিয়ত জানান দেয়,
বেঁচে আছি কিন্তু নেই স্বপ্নের হাতছানি.....
নেই কোনো চাওয়া - পাওয়ার প্রত্যয়....।


একাকীত্বের এক করুণ সুর কানে বাজে,
কৌশিকী কানাড়া রাগের ন্যায়...
যোগিয়ার ধ্বনি  ওঠে এসরাজেতে....
সব শূন্য পূর্ণতা পায় শূন্যতায়.....।।