ধুলিধূসরিত ইট , কাঠ , পাথরের সাথে
এককোণে পড়ে থাকা সদ্য ঝরে পড়া
একটি সবুজ পাতা , মূল বৃক্ষ থেকে
জন্মের মত উৎপাটিত হয়েছে , সে
নিজেই জানে না , তাই তো কালক্ষয় না
করে এখনও সালোকসংশ্লেষ করে চলেছে
নিজের অজান্তেই , সংসারের অবহেলার
প্রতি তোয়াক্কা না করে নিজের কর্তব্য
পালন করে চলেছে , এখনও জানেই না
যে ধীরে ধীরে এই সবুজ গাত্রবর্ণ কৃষ্ণবর্ণ
ধারণ করবে আর সে বিলীন হয়ে যাবে
পঞ্চভূতে ...আর সকলের কাছে হয়ে পড়বে
অপাঙক্তেয় ...