সিংহের রাজত্বে শেয়ালদের খোরাক মেলে ,
বাঘের শাসনকাল অস্তমিত এদের কবলে ,
সূর্যের টকটকে লাল রঙটা আজ ফ্যাকাশে ,
বুদ্ধের হাসি মলিন , বিমান ওঠে না আকাশে ।
দেব যত আছে মাথায়  সবুজ চাঁদোয়া ,
বুদ্ধিভ্রষ্টের তরে জারি হয় শত ফতোয়া ।
চেতনায় আজ কুকুর হওয়াই ভালো ,
মহার্ঘ্যের অর্ঘ্যে ঝুড়ি ভরে গেছে ,
কথাগুলো কেন মুখ ঢেকে আছে ?
ভাগ পেয়ে সব চুপ করে আছে  ,
নিভে আসে ভালো আলো ।