ইয়ে পুলিশ স্টেশন হ্যায়
তুমহারে বাপ কা ঘর নেহি !
দারোগা নামান পদযুগল -
টেবিল থেকে ভয়ে !
ধমক এলো কোথা থেকে
মেজাজ এত রনংদেহি !
ভালো করে দেখেন অফিসার -
লক আপ থেকে একজন
চোর দিল এ হুংকার !
চোরের নাম রহিম শেখ -
বাড়ি দুর্গাপুরে -
অমিতাভের বই দেখে
তার মাথা গেছে ঘুরে !
কথায় কথায় শুধু
বচনের বোঝা -
চালচলনে তার
বচ্চনকে যায় খোঁজা !
ভেঙে দোকানের কাচ
চুরি করেছে সে টিভি -
ধরা পড়ে গিয়ে আজ
বচন মারে হেভি !
বাপে তার নাম দিয়েছিল
বাবান ভুঁইয়া -
সেই নাম বদলেছে সে
রহিম শেখ হইয়া !
দারোগা সাহেব বিব্রত
হন এ হেন ডায়লগে -
চোরের মায়ের বড় গলা
কইয়াসি তর লগে !
জেলের ভিতর পচে মর তুই
এমন করব দুর্গতি -
সেই কথা শুনে চোর বলে
আমি ও চালাক অতি -
"তুমহারে জেল কি সলাখে
ইতনি মজবুত নেহি .."
দারোগা বলেন চুপ করো বাপু
আমি গলত তুমিই সহি !