একটু বৃষ্টি দাও না ভগবান ,
নদীনালা সব শুকিয়ে যাচ্ছে !
জৌলুস সব লুকিয়ে যাচ্ছে ,
ধরিত্রী আজ ম্রিয়মান !


চারিদিকে আজ ঘর্মাক্ত ,
ক্লান্ত , অতিষ্ঠ মানুষ !
অভিমানাহত গাছেরা
সব নিশ্চুপ , অনড় !


একটু বৃষ্টি দাও না বিধাতা ,
রিমঝিম ঝিরঝির বারিধারা ;
উচ্ছ্বসিত দোদুল্যমান গাছের পাতা ,
শীতল বাতাস পাগলপারা !


একটু ঠাণ্ডা বাতাস দাও ,
জানালা দিয়ে ঢুকুক প্রাণে ;
বৃষ্টির ফোঁটায় সোঁদা মাটির
মন মাতবে আবার ঘ্রাণে !