সুক্ষ্ম অনুভূতির নিক্তিতে মাপা ভালোবাসা
সাংসারিক ক্ষেত্রে যার মূল্যায়ণ হয় না ,
বৃষ্টির ফোঁটা , আকাশের তারার গুনতি
আর ফুলের সুগন্ধের পরিমাপ হয় না !
প্রমাণ কখনো কখনো শুদ্ধতা বলে না ,
হৃদয়বত্তা কোনো আপন পর জানে না ;
ভালোবাসার ভিন্ন প্রকাশভঙ্গী থাকতে পারে ,
সূর্যের আলো কি রোজ একই পথে আসতে পারে ?
দেখনদারি সোহাগের গভীরতা কম ;
পদ্মপাতা জল কি কখনো রাখতে পারে ?