তোমার ভাবনারা আজ স্বপ্নে উঁকি মারে ,
মস্তিষ্ক তলিয়ে যায় দুর্নিবার সন্তরণে ;
চেতনার অচেতন মুহূর্তে ঐ মোহিনী হাসি,
সামাজিক ব্যবধান বিস্মৃত করে ।
বাস্তব অবস্থান সুমহান চীনের প্রাচীর ;
সম্ভ্রমের স্বচ্ছ কাচের বাতায়নের মত ,
সবকিছু লঘু করে নিমেষের কথোপকথনে ,
বিমূর্ত ধারণাগুলো মূর্ত না হলেও ক্ষতি কি ?
স্বপ্নগুলোই বুলেট শকট হয়ে গতি পাক !
নারকেল পাতার ফাঁকে আসা একফালি
চাঁদের আলো,  
তোমার আমার সান্নিধ্য লিখে যাক !