আকাশের মুখ ঢেকে দেয় ,
গগনচুম্বী অট্টালিকার সারি !
অভিমানী হয়ে মুখ লুকোয়
আমার ছোট্ট মাটির বাড়ি,
যে ঘরের সুমুখে ছোট্ট তুলসী মঞ্চে,
সন্ধ্যাদীপ জ্বলে শঙ্খধ্বনির সঙ্গে,
এখন সেসব আকাশছোঁয়া ঘরে ;
তুলসী মঞ্চ থাকবে কেমন ক'রে ?
আন্তরিকতা কৃত্রিমতায় ঢাকা ..
মনুষ্যত্ব যান্ত্রিকরূপে আঁকা ।
কোথায় গো সেই ছায়া দেওয়া গাছ ?
কেটে দিয়ে আজ চওড়া করেছ রাস্তা !
যোগাযোগ আজ ভালোই করেছ বন্ধু ;
বরফ গলছে বাড়ছে তাপের মাত্রা ।