কালো মায়ের আগমনে
আকাশে আজ আলো ,
মা কালী তোমার ভয়ে
বৃষ্টি অসুর পালিয়ে গেলো ;
ভালো , ঠাণ্ডা , শান্ত , পাজি
সব ছেলেমেয়েই কিনছে বাজি ,
কিনছে প্রদীপ, মোমের বাতি
আলোকিত হবে সারারাতই ,
লুকিয়ে বিক্রি শব্দবাজি ,
আলোর সাথে হবে আওয়াজই ,
ফাটবে কান , চলবে গান ,
হবে স্টেজ , হবে কত ফাংশান ,
উপরেতে কালী , নিচে  শিব রবে ,
বুকে ইস্পাত , কি যে আর হবে ?
হাতে খাঁড়া তার , মুখে জিব কাটা ,
সোয়ামির বুকে হয়ে গেছে হাঁটা ,
আসলে এই তো বীরাঙ্গনার পতিদের বৃত্তান্ত ,
বীর নারী করে অসুর দমন, পতি করে তেজ অন্ত ৷