কলকাতায় জন্ম তোমার  নরেন্দ্রনাথ নাম ,
বিবেকানন্দ নামেই সারা দুনিয়াতে সুনাম ।
বিশ্বভুবন আলোড়িত করে
গড়লে জীবনাদর্শ ,
গৃহী সন্ন্যাসী বৃদ্ধ তরুণ
সবারি তুমি আদর্শ ।
জাপান থেকে ইউরোপ থেকে
তুর্কি চিনা আফ্রিকা
সকলের মনে চিরদিন তুমি ,
হৃদয়ে কাটলে রেখা ।
দুর্বল এই বাঙালির তুমি বানালে মেরুদণ্ড ,
রুদ্র তোমার দৃষ্টিভঙ্গি মেধা তব প্রচণ্ড ।
সপ্ত ঋষির এক ঋষি তুমি রামকৃষ্ণ শিষ্য ,
ভারত গড়তে বিশ্ব মাঝারে নিজেরে করেছ নিঃস্ব।
অর্থ সর্ব এই ভারতে আদর্শ তুমি আজো
মহাবিশ্বের প্রতিটি হৃদয়ে স্পন্দন হয়ে বাজো ।