আমি তোমার প্রেমিক হতে পারিনি,
তোমার বেচে থাকার রসদ হতে পারিনি।
তোমার নিঃশ্বাসের বায়ু হতে পারিনি,
তোমার পরনের শাড়ী হতে পারিনি।
তোমার স্বপ্নের পুরুষ হতে পারিনি।।    
আমি হতে পারিনি,
তোমার কপালের হলুদ টিপ,
কিম্বা ঐ আলতা পায়ে রাঙা নুপুর।
হতে পারিনি তোমার রিমঝিম বৃষ্টির সুখ ,
কিম্বা হৃদয় ভরা বেদনার দুখ।
বাধোনি তোমার আটপৌরে শাড়ির আচলে ,
কিম্বা কপাল রাঙানো লাল টুকটুকে সিন্দুরে ।।


আমি তোমার প্রেমিক হতে পারিনি,
তোমায় দিতে পারিনি,
শীতল বটের ছায়া,
কিম্বা অনন্ত প্রেমের মায়া।
তোমার বলতে পারিনি,
হিমাদ্রি হিমালয়ের চুড়ায় উঠে ,
কিম্বা ভূমধ্য সাগরের জল ছুয়ে,
ভালোবাসি.....  ​
ভালোবাসি......
অনন্ত কাল ভালোবাসি।


দিতে পারিনি স্বপ্ন একমুঠো,  
কিম্বা এক পৃথিবী স্নেহ।
নিয়ে যেতে পারিনি সহস্র যোজন দূরে,
আলোকবর্ষ পেরিয়ে নক্ষত্রে।
বাধতে পারিনি আমার মনের একলা ঘরে,
জানি তুমি নেই এই লক্ষ্মীছাড়া জীবনে।।


আমি তোমার প্রেমিক হতে পারিনি,
তোমার হৃদয় ছুয়ে দিতে পারিনি।
তোমার চোখের ভাষা বুঝিনি,
তোমার ঠোঁটে স্পর্শ  অনুভব করিনি ।
আমি পাইনি তোমার এতটুকু হাসি,
যা কিছু পেয়েছি, চেয়েছি তারও বেশী।  
তোমার প্রেমে আজ আমি ভিখারী,
অনন্তকাল ভালোবাসবো বলেই আমি আবেগী।