কয়েক বছর পর আবার দু'জনে একসঙ্গে,
হাজার হাজার স্মৃতি এসে জড়িয়ে ধরল।
একসঙ্গে কোথায়!!
ক্ষনিকের জন্য মুখোমুখি। 
কিন্তু জানো প্রিয়া,সব স্মৃতি যেন ধোয়াশা লাগে,  সেদিনের সেই স্মৃতির কাছে।


মনে পড়ে প্রিয়া,
সেদিন ১৪ ই অক্টোবর, শেষ রাত্রি।
কত আর হবে,
সবে ভোর ৪ টা।
আমাদের কাছে তখন সবে ঘুমিয়ে পড়ার মধ্য রাত্রি।
"রাখ, সকালে তোমার রান্না করা আছে, ডিউটি আছে, এখন ঘুমাও "
এগুলো  বলতে।
কিন্তু একদিনও রাখা হতো না।
সেই ৪ অথবা ৫,
সবার ঘুম ভাঙ্গে আর আমরা ঘুমাতে যাই।


সেদিনের ব্যাপারটা অন্যরকম হয়েছিল।
তোমার বিয়ে ঠিক হয়েছিল বলে ব্যাথিত আমি সারা রাত তোমাকে বোঝাতে চেয়েছিলাম,
কতটা ভালোবাসি তোমায়।
সারা রাত ধরে লক্ষ বার বলেছিলাম
"অনেক অনেক অনেক ভালোবাসি তোমায় পাগলি, তোমার পাগলামি ছাড়া আমি বাচতে পারবোনা "।
তুমি বুঝেছিলে বোধহয়।
আমাকে ছেড়ে যাওয়ার কারণ বলেছিলে
" তোমার অপরাধ হলো, তুমি বেশী ভালোবাসো "।
শুনে হেসেছিলাম আমি।
সস্তি পেয়েছিলাম মনে মনে।
অন্তত তুমি গত দুই বছর ধরে বুঝেছ,
আমি তোমায় অনেক ভালোবাসি।


হঠাৎ কেমন করে বদলে যাওয়া তুমি
সেদিন প্রথম থেকেই ফোন রাখতে অনেক চেষ্টা করছিলে।
সফলও হয়েছিলে।
তবে আমার জন্য অনেক নাটকীয়তা অপেক্ষা করছে,
তখনও বুঝি নি।
তুমি ফোন রাখার ৩০ মিনিট পর
ফোনে মায়ের উদবেগ কন্ঠ আমায় বুঝিয়ে দিয়েছিল
তুমি আর আমার নও।


আজ কয়েক বছর পর
হঠাৎ তোমার সাথে দেখা।
বিশ্বাস করো প্রিয়া,
এই মুহূর্তে আমার তোমার থেকে পাওয়া
সেই অবজ্ঞার কথা গুলোই মনে পড়ছে।
যে অবজ্ঞা গুলো হাতিয়ার করে
আমি আজও বেচে আছি,
ভবিষ্যতেও থাকব।
প্লিজ, আজ ভালো মন্দ জিজ্ঞেস করে
সেই অবজ্ঞা গুলো কেড়ে নিয়ে যেও না। 
অনেক ভালো থেকো।