কবিতার খাতায় দিয়েছি আগুন,
দাবানলে জ্বলছে আমার ফাগুন।
এখন আর কিছুতেই রোমান্টিকতা আসেনা,    
তোমার রূপের আগুন আমায় আর পোড়ায়না ।  
চাদ উঠলে এখন আর মধুচন্দ্রিমার স্বপ্ন দেখায় না,
রাত শেষে নতুন ভোরের ইঙ্গিত পাইনা।
সব কিছু হয়েছে আজ ঝাপসা,    
পড়ে আছে শুধু আমার ঘোলাটে চশমা।    


নদীর বুক চিরে একমুঠো বালুকা খুঁজি,
আবীর ছুড়ে আকাশের নীল কে লাল করি।
শুকিয়ে যাওয়া অরণ্যকে বাচাতে খুঁজি বৃষ্টি,    
তাই ছড়িয়ে দিই সিলভার আয়োডাইড ভরা মুষ্টি।  
মরা নদীতে জোয়ার আনবো একদিন আমি,
দশরথ মাঝির মতো তাই পাহাড় কেটে চলি।
তোমার কাছে পৌছাব বলে সাত পাহাড় দিই পাড়ি,  
কি হয় ভেবে অ্যামাজনের ডার্ট ফ্রগ পুষে রাখি।
তিস্তার জল স্রোতে পড়ে আমি ,
আবারও সব হারিয়ে ফেলি।


আমার সাথে আমার কবিতার খাতাও হাসে,
আমার সাথেই আমার অলিখিত কবিতারা কাঁদে।
আমার অজানা কষ্ট গুলি আতস কাচের মত,
কবিতায় মিশে দিনে দিনে বাড়ায় ক্ষত।
আমি হেরে যাই প্রতিদিন,
হারতে হারতেই পালন করি আরেকটা জন্মদিন।
পালাতে পালাতে ঠেকে গেছে পিঠ প্রাচীরে,
তাই আগুন দিয়েছি কবিতার খাতার মত হৃদয়ে।।