সময় কাটছেনা কিছুতেই,
কি করা যায় বলোতো!


বাজার যাওয়া মানা,
বন্ধুদের সাথে আড্ডা দেওয়া মানা।
ঘুরতে যাওয়া মানা,
অলিখিত ভাবে মাংস খাওয়াটাও মানা।
তার উপর মায়ের বারণ,
বেশি করে ঘুমানো মানা।।


বই পড়বো যে,
তাও মানা।
অবশ্য কেউ মানা করেনি,
আমি নিজেই লক ডাউন করে দিয়েছি।
কি হবে,
সবই যখন বন্ধ,
এটা আর নাই বা খুললাম।
আগে তো বাঁচি ভাই।।


গান যে শুনবো,
তাতেও মানা,
মা করেছে অভিযোগ,
কানটা যে হচ্ছে ঝালাপালা।
আমারও আর ভাল্লাগছেনা,
একঘেয়েমি গান।
সবই শুনসান।
শুধুই নীরাবতা।।


কবিতা লিখবো!
কবিতা পড়বো!
কবিতা শুনবো! 
তারও উপায় নাই।
কিচ্ছুই ভাল্লাগেনা,
দূর ছাই।।


টিভি চালাই,
করুনা - করুনা - করুনা
যাই আর কোথায়!
বিরক্তি লাগে,
ভয় হয়।
মৃত্যুর মিছিল,
মৃত্যুর পরিসংখ্যান,
মৃত্যুর সাইরেন।
ভাল্লাগেনা কিছু।।


কি যে করি!
বুনুকে বল্লাম,
একটা গার্ল ফ্রেন্ড দে তো,
১৫ তারিখ পর্যন্ত,
টেম্পরারি।
বুনু বলে হবে না,
পারবোনা ও সব।
অপেক্ষা করতে হবে,
একবারে বউদি দেব খুঁজে।
কি আর করার,
কাটবে দিন হেডফোনটা কানেতে গুজে।


একটু যে ব্যায়াম করবো,
তারও উপায় নাই।
বাড়ির সামনে মাঠ,
গেলেই দেখি জটলা
কেউই সচেতনই না।
মাঠের এক কোণে,
যেই করি শুরু,
ওমনি দৌড়াদৌড়ি,
পুলিশ তাড়া করেছে যে।
আমিও ঘরে এসে যাই বসে।।


ভাবছি একটা কাজ করা যাক,
বিয়েটা এইতালে,
সেরেই ফেলি।
খরচ খরচা নাই,
বাঁচা টাকায়,
করুনা শেষে সুইজারল্যান্ডে যাব,
হানিমুনে।
সেই হবে কিন্তু,
মুখোশ পরা বিয়ে।।


মনটা ভাবি রাখবো ভালো,
পারছি কোথায় প্রিয়ে!
চারিদিকে হাহাকার,
দরিদ্র যে দেশ আমার।
রিলিফ ফান্ড,
ত্রান তহবিল,
সবটাতেই কালোবাজারি,
গরীব মানুষ যে আধপেটা খায়।।


তার উপরে খবরদারি,
জমিদারি আর দাদাগিরি।
মানুষ গুলো মরে যায়,
যার যায় তার যায়,
আমার তোমার কি আসে যায়।
আমি তুমি সাধারণ,
তোমার আমার কিচ্ছু হবেনা।।


চিন ছাড়িয়ে,
ইউরোপ অ্যামেরিকা ঘুরে,
আমার দেশে যদি যদি আসতে পারে।
আমার গ্রামে, আমার পাড়ায়
তবে নয় কেন?
বন্ধু আমরা আর কবে,
সচেতন হব!
ঘরের কেউ মরে গেলে!
নাকি তোমার আমার,
লাস পোড়ানোর কেউ না থাকলে!!


সময় কাটছেনা জানি,
তবে কাটাও-না সময়।
মহামারী কেটে গেলে,
কে কাটাবে সময় বন্ধু!
তখন তুমি কাটিও সময়,
তোমার শান্তির শ্মশানে।
তখন তুমি কেঁদোনা বন্ধু ,
পিতৃ বিয়োগে।।


চলোনা ভালো থাকি।
ঘরে বসেও,
অনলাইনে আড্ডা দিই,
অনলাইনে তাস খেলি,
বাড়ির ছাদে বা উঠানে ঘুরি।
সুন্দরী মেয়ে না হয়,
ফেসবুকেই দেখি।।
চলো ছবি আঁকি,
গান শুনি,
ঘুমিয়ে থাকি,
ফোনে গল্প করি,
মুভি দেখি।
ভালো কিছু চিন্তা করি,
ভালো কিছু করি।
এই দেশকে ভালোবাসি,
এই দেশকে বাঁচিয়ে তুলি।।


ভালো থেকো বন্ধু।
লকডাউন শেষে,
আঁধার যাক কেটে।
মহামারী শেষে,
তোমার আমার দেখা হবে।।